শিরোনাম

সুনামগঞ্জ, ২৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সুনামগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরার খবরে উৎফুল্ল জেলাবাসী।
বিএনপি সমর্থীত নেতা-কর্মীদের সাথে আলাপকালে তারা বলছেন-দীর্ঘ প্রতীক্ষার পর আমরা গণতন্ত্রের দ্বার উম্মোচন করতে আমরা বদ্ধপরিকর। তারেক রহমানের নেতৃত্বে আগামী এয়োদশ নির্বাচনে স্বতঃস্ফেুার্তভাবে অংশ গ্রহণ করবে বিএনপি। যা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনেই বার্তা বহন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কমীসহ সমর্থর্করা ঢাকায় জড়ো হচ্ছেন প্রিয় নেতাকে একজন দেখার জন্য।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঐতিহাসিক জনসমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে।
তিনি বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর আগামীকাল (২৫ ডিসেম্বর) স্বদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শুধু সুনামগঞ্জ নয়, সারা বাংলাদেশে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ারে ভাসছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবংর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে আমরা ২৩ ডিসেম্বর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানাতে ঢাকায় যাবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন বলেন, ২৪ এর গণআন্দোলনের সময় সরকার সুনামগঞ্জসহ সিলেট বিভাগের যানবাহন বন্ধ করে দিয়েছিল, তারপরও নদীপথে ও মোটরসাইকেল দিয়ে অসংখ্য নেতাকর্মী ঢাকায় গিয়েছিলেন। সকলের প্রিয় নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে কী পরিমাণ জনসমাগম হতে পারে, তা এখনই অনুমান করা যাচ্ছে না। তবে এটি যে একটি ঐতিহাসিক জনসমাবেশে রূপ নেবে, সে বিষয়ে আমরা আশাবাদী।