শিরোনাম

সিলেট, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে মৌলভীবাজার-বড়লেখা মহাসড়কের কুলাউড়ার আছুরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিয়াদ আহমদ (২২) ও তার বন্ধু জাবেদ আহমদ (২০)।
নিহত রিয়াদ জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে। আর জাবেদ একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রিয়াদ উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে তার বাবার ফলের দোকান চালাতেন। জাবেদ ও ভাইয়েরা সম্প্রতি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দেন। তিনি দুই দিন আগে ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন। আজ সকাল সাতটার দিকে জাবেদকে সঙ্গে নিয়ে ওই সাইকেলে করে তিনি কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াদ ও জাবেদ মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানা-পুলিশ লাশ উদ্ধার করে।
তথ্য নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া বলেন, ঘন কুয়াশায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।