শিরোনাম

রাঙ্গামাটি, ২৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার লংগদু উপজেলায় বসবাসরত দুই শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্রসহ বিতরণ করেছে সেনাবাহিনী লংগদু জোন।
আজ বুধবার সকালে লংগদুতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের হেলিপ্যাড মাঠে দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে কম্বল, জ্যাকেট ও প্যান্টসহ মানবিক সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী এ অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শীতবস্ত্রসহ মানবিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যরা।