বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুন: প্রাণ গেল দাদি-নাতনির

চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে লাগা আগুনে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। একই সঙ্গে পুড়ে গেছে ছয়টি বসতঘর।

আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেইট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় এসব পরিবারের অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় দাদি ও নাতনিসহ দুজনের মৃত্যু হয়েছে। ছয়টি বসতঘর পুড়ে গেছে।

মৃত দুজন হলেন- ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার নাতনি মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)।

রাঙ্গুনিয়া থানার ওসি আরমান হোসেন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।