শিরোনাম

খুলনা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই,এ দেশের মাটিতে জন্ম নেওয়া সবাই সমানভাবে বাংলাদেশি। ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই একটি সুন্দর,গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বড়দিন উপলক্ষে আজ বুধবার দুপুরে খুলনা মহানগরীর বিভিন্ন চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এসব কথা বলেন।
প্রতি বছরের মতো এবারও মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় চার্চগুলোতে গিয়ে ফুল ও কেক উপহার দিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নেওয়া হয়।এ সময় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতারা।
শফিকুল আলম মনা আরও বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক দল। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন, তারা সবাই এ দেশের নাগরিক।এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো দেয়াল টানা যায় না। আমরা হাজার বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান একসঙ্গে বসবাস করে আসছি। এই সম্প্রীতির বাংলাদেশই আমাদের শক্তি,আমাদের পরিচয়।
তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের উদ্দেশে আরও বলেন,বড়দিন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, শান্তি ও মানবিকতার বার্তা দেয়। এই উৎসবের আনন্দে আমরা সবাই শরিক হতে চাই।
শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দেন শফিকুল আলম মনা। তিনি বলেন,‘আমাদের নেতা তারেক রহমান সব সময় বলেন—ধর্মীয় পরিচয় নয়, নাগরিক পরিচয়ই সর্বাগ্রে। এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদার দাবিদার।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আলম খান, শের আলম সান্টু, খুলনা শালোম এজি চার্চের সভাপতি রেভারেন্ড সুভাষ রায় পাস্টর,সেক্রেটারি রেভারেন্ড জেমস অসীত বিশ্বাস, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি,বিএনপি নেতা নুরুল হাসান দিপু,মাহবুবুর রহমান লিটু, মোহাম্মদ আজাদ, সওগাতুল আলম সগীর, মেহেদী হাসান লিটন, ইয়াকুব মোল্লা,এমাদুল মোল্লা, নাজমুল হাসান শামীম, জাহিদ হোসেন, মোহাম্মদ আলী দেওয়ান, শায়েলা খান, এস এম ময়জউদ্দিন চুন্নু, এস এম আছিব উদ্দিন পান্না,শহিদুল ইসলাম রাব্বিসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।