বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিবেন ভোলার দুইলাখ মানুষ

ছবি : বাসস

ভোলা, ২৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): আগামীকাল ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে লঞ্চযোগে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন ভোলার দুই লাখ বিএনপি নেতা-কর্মী।

ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ভোলা জেলার ৭ উপজেলার নেতা-কর্মীদের জন্য রিজার্ভ করা হয়েছে কমপক্ষে ২০ টি লঞ্চ। তাছাড়া বহু নেতাকর্মী ব্যাক্তিগত গাড়ি নিয়ে ইতোমধ্যে ঢাকায় চলে গেছেন। দলের অঙ্গ সংগঠনগুলোও নিজেদের ভীত ও নেতৃত্ব ধরে রাখতে শত শত বাস, মাইক্রো ও বিভিন্ন রকমের গাড়ি রিজার্ভেশন করে আজ ভোররাত থেকেই ফেরি পারাপারের মাধ্যমে বরিশাল, লক্ষ্মীপুর হয়ে ঢাকার পথে রয়েছেন বলে বিএনপির দলীয় সূত্র জানায়। 

ভোলার জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল দলের শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে জেলার ৭ উপজেলা বিএনপির বিভিন্ন শাখার নেতা-কর্মীরা ঢাকার ৩ শ' ফিটের জনসভায় উপস্থিত হওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি শেষে রওয়ানা করেছেন। কেউ কেউ ইতোমধ্যে নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন, আবার কেউ কেউ আজ (২৪ ডিসেম্বর) রাতে দলবদ্ধভাবে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং কাল সকালে একত্রিত হয়ে জনসভায় উপস্থিত হয়ে জনসভা শেষে তারা একই লঞ্চে ভোলায় ফিরবেন।

দলীয় মনোনয়ন প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বাসসকে জানান, জেলার বিএনপি নেতাকর্মীরা তার আনুগত্য মেনেই ঢাকায় রওয়ানা দিয়েছেন।

তিনি জানান, দলের প্রধানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্বরণীয় করে রাখতেই ভোলা থেকে দলীয় নেতাকর্মীদের বিশাল কাফেলা নিয়ে তার ঢাকায় যাত্রা।

দলীয় সূত্র জানায়, অত্যন্ত সুশৃঙ্খলভাবে লঞ্চ-স্টীমার ও গাড়িতে করে তারা ঢাকা পাড়ি দিচ্ছেন। সেক্ষেত্রে তারা নিজেরাই নিজেদের খাবার দাবার রান্না করে খাবারের ব্যবস্থা নিয়েছেন।

ভোলার দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বাসসকে জানান, সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ভোলা-২ আসন থেকে কমপক্ষে অর্ধলাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় রওয়ানা দিয়েছেন। নেতাকর্মীদের দেখভাল ও সুরক্ষায় সবধরনের আয়োজন রয়েছে বলেও জানান তিনি। 

ভোলা-৩ আসন (লালমোহন-তজুমদ্দিন) থেকেও প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় গিয়েছেন। লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত গণমাধ্যমকে জানান, তাদের নেতাকর্মীদের অধিকাংশই ঢাকায় চলে গেছেন। আজ সকাল থেকে কয়েকটি গ্রুপ লঞ্চযোগে যাত্রাপথে রয়েছেন।

তিনি জানান- ওই দুই উপজেলা বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে থাকছেন-সাবেক এমপি ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এ নেতা ঢাকায় সবধরনের আয়োজন রেখেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের দুই উপজেলা থেকেও অর্ধলাখ নেতাকর্মী ঢাকায় সমবেত হয়েছেন। 

২৩ ডিসেম্বর থেকেই তারা ঢাকায় যাওয়া শুরু করেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেখানকার বিএনপি দলীয় মূখপাত্র আব্দুল মান্নান মিয়াজী জানান, ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের দুই উপজেলার দলীয় বৃহৎ এই কর্মী কাফেলার নেতৃত্ব দিচ্ছেন- ৪ আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সব মিলিয়ে আগামীকাল ঢাকার ষাটফিট চত্ত্বরে আয়োজিত দলের কান্ডারী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে স্বরণীয়-বরণীয় করে রাখতে দক্ষিণাঞ্চলীয় গাঙ্গেয় দ্বীপের বৃহৎ জেলা ভোলার বিএনপি নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ চির অম্লান হয়ে থাকবে বলে মনে করছেন ভোলাবাসী।