বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪২
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

ঢাকায় প্রবেশে কাল বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ৪ ঘণ্টা টোলমুক্ত

ফাইল ছবি

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোলমুক্ত থাকবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টোলপ্লাজা দিয়ে ঢাকা শহরে প্রবেশকারী যানবাহনের কাছ থেকে কোনো টোল আদায় করা হবে না।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট টোলপ্লাজা ব্যবহারকারী যানবাহন এই সুবিধা পাবে।