শিরোনাম

চাঁদপুর, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলা শহরের মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সেলিম মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
আটককৃত সেলিম মিয়া শরিয়তপুর সদর থানার মানের বাজার গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
আজ বুধবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক চাঁদপুরের মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।