বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:০২

এক কোটি টাকা ব্যয়ে বাকৃবিতে দুটি গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পানীয়জলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন গভীর নলকূপ স্থাপনের কাজের উদ্বোধন করা হয়। ছবি: বাসস

ময়মনসিংহ (বাকৃবি), ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পানীয়জলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন গভীর নলকূপ স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত বেগম খালেদা জিয়া ছাত্রী হলের পার্শ্বে সুপেয় পানির বাড়তি চাহিদা পূরণে এ গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়। এক কোটি আট লাখ টাকা ব্যয়ে ৪৮০ ফুট গভীরতার মোট দুটি গভীর নলকূপ স্থাপন করা হবে।

নলকূপ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং ডেপুটি রেজিস্ট্রার-১ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের আবাসিক হলে সুপেয় পানির সুবিধা নিশ্চিত, নিরাপদ ও পর্যাপ্ত পানীয়জলের বিকল্প নেই। নতুন গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে ছাত্রী হলসহ সংশ্লিষ্ট এলাকায় পানির সংকট অনেকটাই দূর হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন তারা।