বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ২২:২৩

গফরগাঁওয়ে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে থাকবে সরকার : শিক্ষা উপদেষ্টা

মঙ্গলবার গফরগাঁওয়ে দীপু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে শিক্ষা উপদেষ্টা। ছবি : সিএ প্রেস উইং

ময়মনসিংহ, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ময়মনসিংহের ভালুকায় নিহত গার্মেন্ট শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে থাকবে সরকার।

তিনি বলেন, বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র এবং কোনো পরিস্থিতিতেই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।

আজ মঙ্গলবার ময়মনসিংহের গফরগাঁওয়ে দীপু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে সকল নাগরিকের শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকারকে সম্মান করা হয়।

ড. রফিকুল আবরার বলেন, অভিযোগ তদন্ত এবং দায় নির্ধারণ করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস, গুজব বা মতের পার্থক্য কখনোই সহিংসতার কারণ হতে পারে না। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই এবং সমাজে এর কোনো স্থান নেই।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার এই সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আইনের শাসন বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব এবং এ ক্ষেত্রে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।

তিনি জানান, এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দায়ীদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

ড. রফিকুল আবরার বলেন, ধর্ম বা পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সম্মিলিত উদ্যোগে সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী সমাজে বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সমাজ, কর্মক্ষেত্র ও নেতৃত্ব পর্যায়ে ঘৃণা, ভয়ভীতি ও গণহিংসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, এই গভীর শোকের সময়ে দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে। তারা একা নন। পরিবারটিকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করা হবে এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. রাকিবুর রহমান, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন।