শিরোনাম

চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা পুলিশ।
চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা এবং জেলার ১৫টি থানার আওতাভুক্ত বিভিন্ন গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গির্জা এলাকায় চেকপোস্ট বসানোসহ টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। বড়দিন উপলক্ষ্যে নগরীর গির্জাগুলোতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, বড়দিন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে বড়দিনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িগুলোতেও শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। উপলক্ষটি উদযাপনে জেলার সবচেয়ে বড় গির্জা পাথরঘাটা ক্যাথলিক চার্চসহ জামালখান ও পাহাড়তলী ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বড়দিন উপলক্ষ্যে গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রতিটি গির্জায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি বিভাগে রয়েছে নিজস্ব ডিটেকটিভ পুলিশ ইউনিট। এ ছাড়া, সোয়াত দল ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।