বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯

ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির কাজ চীনের বিশেষজ্ঞ দল সম্পন্ন করেছে।

আজ উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে এ সংক্রান্ত তথ্য-উপাত্তের দলিলাদিতে স্বাক্ষর করা হয়।

চীনের বিশেষজ্ঞ দলের পক্ষে সান চ্যাং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকৌশল দফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাহবুব মুস্তাফা দলিলাদিতে স্বাক্ষর করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।