বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অস্ত্র জব্দ ও গুলি জব্দ 

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানকালে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তের রাঘববাটি এলাকায় অভিযানকালে এসব অস্ত্র ও গুলি জব্দ করে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।  

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ব্যাটালিয়ন সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। 

৫৩ বিজিবি-এর অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন একব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।
 
তিনি জানান, বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।