শিরোনাম

সুনামগঞ্জ, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার ছাতক উপজেলায় নাশকতাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার সকালে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১১ নম্বর গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহমদ (৫৪)। একই ইউনিয়নের ১৩ নম্বর ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের মো. রুমেল আহমদ (৩০), ভাতগাঁও ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাথারীপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়া।
ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজি এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন তদন্তে তারা আসামি হিসেবে শনাক্ত হন। গ্রেফতারকৃত তিনজনকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।