বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

চাঁদপুর, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ পচা-বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, নষ্ট-পচা আলু খাবারে ব্যবহার এবং খাবারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ‘তাজ হোটেল এন্ড সুইটমিট’-নামের  রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলায় জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে নিয়মিত অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, পচা-বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, নষ্ট ও পচা আলু সবজিতে ব্যবহার এবং খাবারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ‘তাজ হোটেল এন্ড সুইটমিট’-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।