বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:১০

পঞ্চগড়ে গ্রাম পুলিশদের মধ্যে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ 

আজ পঞ্চগড়ে গ্রাম পুলিশদের মধ্যে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ । ছবি : বাসস

পঞ্চগড়, ২৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলার দেবীগঞ্জ উপজেলায় আজ বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

আজ মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির পঞ্চগড় ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য জয়নাল আবেদিন ও বাবুল হক, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন প্রমুখ।