বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০১

ফেনীতে ড্যাব’র ফ্রি মেডিকেল ক্যাম্প 

ছবি : বাসস

ফেনী, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলায় আজ ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, ফেনী জেলা কমিটি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় একহাজার ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচীতে ৫০ জন চিকিৎসক এ সেবা প্রদান করেন।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্প উদ্বোধন করেন। 

ড্যাব সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-১ সংসদীয় আসনের ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। 

মেডিকেল ক্যম্প পূর্ববর্তী আলোচনাসভায় ড্যাব জেলা কমিটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক ডা. পারভেজ রেজা কানন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন ভূঞা, জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের আহবায়ক আবদুল মোতালেব হুমায়ুন ও সদস্য সচিব হাফেজ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন প্রমুখ। 

জেলা ড্যাব-এর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে দেশের স্বনামধন্য চিকিৎসকরা এ ক্যাম্পে উপস্থিত হয়ে বিনামূল্যে ব্যবস্থা পত্র দিয়েছেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
তিনি জানান, মেডিসিন, গাইনী, বাত-ব্যাথা, চক্ষু, নাক- কান- গলা, চর্ম ও যৌন, সার্জারী সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

জেলা ড্যাব- এর সভাপতি ডা. আবদুল্লাহ আল মামুন জানান, ফেনী জেলার অন্য উপজেলাগুলোতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ নির্বাচনী এলাকা থেকে মঙ্গলবার এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।