বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮

তারেক রহমান দেশে ফেরার বার্তায় দিনাজপুরে উৎসবের জোয়ার

ছবি : বাসস

দিনাজপুর, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছেলে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার বার্তায় জেলায় সর্বস্তরের মানুষের মধ্যে উৎসব ও আনন্দের জোয়ার বইছে।

আজ দুপুরে জেলা শহরের গোর-এ শহীদ বড় ময়দান থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দল মত নির্বিশেষে জনগণের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক  প্রদিক্ষণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে  তার বিবাহ দিনাজপুর শহরে অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবনের কারণে তাদের বিবাহের পর অনেকটা সময় দিনাজপুরে কেটে গেছে। জনশ্রুতি রয়েছে— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম এই দিনাজপুর শহরেই হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে প্রায় দেড় যুগ ধরে বিদেশে অবস্থান করছেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশের মাটিতে ফিরে আসার বার্তায় জেলাবাসীর মধ্যে একটি ব্যতিক্রমী আনন্দ-উৎসবের জোয়ার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত হোসেন সজীব বলেন, আমরা ছাত্রদলের পক্ষ থেকে তারেক রহমানকে দেশের মাটিতে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি।

তারেক রহমানের আগমণ বার্তায় দিনাজপুরসহ সারা দেশে সর্বস্তরের জনসাধারণের মধ্যে উৎসবের জোয়ার সৃষ্টি হয়েছে। যার ফলে তাকে স্বাগত জানিয়ে দিনাজপুরে ১৩টি উপজেলায় গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার আনন্দ উৎসব মিছিল চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিগত ১৭ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশে ফিরছেন। দেশের সীমান্তবর্তী শেষ প্রান্তে দিনাজপুর জেলা। এ জেলায় তারেক রহমানের মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার শৈশব-কৈশোর কেটেছে এবং এখানেই পড়াশোনা করেছেন। শহরের ঘাসিপাড়ায় ‘মাতৃছায়া’ বাড়িতে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দিনাজপুরের মাটিতে ফরিদপুর গোরস্তানে চিরনিদ্রায় শায়িত আছেন বেগম খালেদা জিয়ার পিতা ও তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার, বড় খালা বেগম খুরশিদ জাহান হক।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এখানে হার্ট ফাউন্ডেশন ও হাসপাতাল এই এলাকায় চিকিৎসা সেবায় ব্যাপক সুনাম অর্জন করেছে।

তিনি বলেন, এছাড়া তাঁর বড় খালা খুরশিদ জাহান হকের নামে কিডনি ও ক্যানসার হাসপাতাল, নানির নামে তৈয়বা মজুমদার ব্লাড ব্যাংক রয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার থাকায় কোনো উন্নয়ন ও সেবামূলক কাজ প্রসারিত করা সম্ভব হয়নি। আমাদের প্রত্যাশা তারেক রহমানের প্রত্যাবর্তনে এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

জেলার সরকারি এ্যাডভোকেট (জিপি) মোল্লা সাখওয়াত হোসেন বলেন, দিনাজপুর শিক্ষা ও স্বাস্থ্যের নগরী এবং জেলায় অনেক খনিজ সম্পদ রয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে দিনাজপুরের মানুষ আশা করছেন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে এবং খনিজ সম্পদ উত্তোলনে তাঁর ভূমিকা থাকবে।

তাই দিনাজপুরবাসীর মনে শুধু আনন্দ উচ্ছ্বাস নয়, তারা আশায় বুক বেঁধে আছেন বলেও জানান তিনি।