বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২৪ সালের মাস্টার্স অব এপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট ১ম সেমিস্টারের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

১৯ ও ২০ ডিসেম্বরের স্থগিত থাকা পরীক্ষা দু’টি আগামী ২ জানুয়ারি ও ৩ জানুয়ারি- ২০২৬ এ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
 
চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২৪ সালের মাস্টার্স অব এপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট ১ম সেমিস্টারের স্থগিত পরীক্ষা উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

এতে আরও বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়া পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ২ ডিসেম্বর চিঠি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।