শিরোনাম

নওগাঁ, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাপাহার উপজেলার সীমান্তে অভিযানকালে ১০ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার ভোররাতে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করে বিজিবি’র নওগাঁ ব্যটালিয়ন (১৬ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে বিজিবি’র নওগাঁ ব্যটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন নব আদাতলা গ্রামে নদীর ধারের কাঁচা রাস্তার ওপর থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র নওগাঁ ব্যটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, জব্দকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেয়া হয়েছে।