বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

বাগেরহাটে উদ্যোক্তা ও আর্থিক সেবাদানকারীর সাথে সমন্বয় সভা

মঙ্গলবার জেলার চিতলমারী উপজেলা ইউনিয়ন উদ্যোক্তা ও আর্থিক সেবাদানকারীদের মধ্যে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার চিতলমারী উপজেলা ইউনিয়ন উদ্যোক্তা ও আর্থিক সেবাদানকারীদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, মা ও শিশু সরকারি কর্মসূচির আওতায় গর্ভবতী মায়েদের ভাতা নিশ্চিতকরণ, উপকারভোগী মায়েদের হিসাব নম্বর নিজেদের নামে নিশ্চিতকরণ এবং উপকারভোগী মায়েদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

মা ও শিশু সহায়তা কর্মসূচি উপজেলা সমন্বয়কারী মিঠুন কুমার স্বরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন উদ্যোক্তা ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন ও বাস্তবায়নে সহযোগী এনজিও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।