বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১১

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে আনন্দ মিছিল 

ছবি : বাসস

ফেনী, ২৩ ডিসেম্বর , ২০২৫(বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলায় আনন্দ মিছিল করেছে দলটির নেতা কর্মীরা। 

ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তারা আজ দুপুরে শহরে আনন্দ মিছিলে বের করে। ট্রাংক রোডস্থ প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।   
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।  মশিউর রহমান বিপ্লব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের জন্য পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশের মতো ফেনী থেকেও হাজার হাজার দলীয় নেতা-কর্মী রাজধানীতে সমাগত হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রোমেল, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব মো. মোস্তফা প্রমুখ।