বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১০

জয়িতার পোশাক ও কারুশিল্প এক সময় বিশ্বে পৌঁছাবে : শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বৃহস্পতিবার ঢাকায় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জয়িতা নতুন রূপ নিয়ে শুরু হতে যাচ্ছে জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এক সময় জয়িতার পোশাক, হস্ত ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছে যাবে। 

তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জয়িতা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আজ বৃহস্পতিবার ঢাকায় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন উপদেষ্টা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন আয়োজিত জয়িতার কথা বলতে তিনি বলেন, নারীরা যখন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে, তখন পরিবার থেকে সমাজ-সবখানেই ইতিবাচক পরিবর্তন আসে। 

জয়িতা বিজয় মেলা নারীদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি নারীদের প্রশিক্ষণ, বাজার সংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি আরো বলেন, সরকার নারীর ক্ষমতায়নে নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে। জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্য ব্র্যান্ডিং ও বিপণনে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজয় দিবস উদযাপনের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশব্যাপী জেলায় জেলায় ও উপজেলায় বিজয় দিবস আনন্দের সঙ্গে ব্যাপকভাবে উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর আমাদের থেকে যেন কখনোই মুছে না যায়, এবং যাবেও না বলে তিনি উল্লেখ করে বলেন, আমি সব সময় বলে থাকি ১৬ ডিসেম্বর আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। 

জয়িতা বিজয় মেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বিশেষ অতিথির বক্তৃতা করেন। জয়িতা বিজয় মেলায় জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজ, জয়িতা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী উদ্যোক্তারা তাদের হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক, নকশা ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন। এ মেলা আজ ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।