বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬

মুন্সীগঞ্জে ৩৭২টি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মঞ্জুর মোরশেদ

মুন্সীগঞ্জ, ১৮ডিসেম্বর( বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার অতিঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ৩৭২ টি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

মুন্সীগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ১৯ হাজার ৬১৪ জন। মোট ভোট কেন্দ্র স্থাপিত হবে ৪৬৯ টি । এর মধ্যে ৩৭২ টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োগ করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৩ টি সংসদীয় আসনে সর্বমোট ১৪ লক্ষ ১৯ হাজার ৬১৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লক্ষ ৩০ হাজার ৪৩৫ জন আর মহিলা ভোটার ৬ লক্ষ ৮৯ হাজার ১৭৫ জন। হিজরা ভোটার ৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬৯ টি। এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে কেন্দ্রের সংখ্যা ১৭০ টি। কক্ষের সংখ্যা ১ হাজার ৬০ টি। মুন্সীগঞ্জ-২ আসনে কেন্দ্রের সংখ্যা ১৩০ টি। কক্ষের সংখ্যা ৭৭৪ টি এবং মুন্সীগঞ্জ -৩ আসনে কেন্দ্রের সংখ্যা ১৬৯ টি এবং কক্ষের সংখ্যা ১ হাজার ১৭ টি। 

পুলিশ সুপার মো. মেনহাজুর আলম জানান, প্রাথমিকভাবে অতিঝুঁকিপুর্ণ হিসেবে ২৭২ টি এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ১০০ টি এবং সাধারণ হিসেবে ৯৭ টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের সময় অতিরিক্ত আনসার, পুলিশ এবং প্রয়োজনে বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রগুলোতে বডি ক্যামেরাসহ ষ্ট্রাইকিং ফোর্স থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। 

জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী বাসসকে বলেন, অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর সাথে সুষ্ঠু সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। যাতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। কেন্দ্রগুলোতে থাকবে সিসি ক্যামেরা। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে নিজ নিজ ভোট দিতে পারবেন।