বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১৮ ডিসেম্বর, ২০২৫ ( বাসস) : আজ ১৮ ডিসেম্বর। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজ জেলায় দিবসটি উদযাপিত হয়েছে। 

‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)র অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। 

সভায় বক্তারা বলেন, প্রবাসীরা হলেন রেমিট্যান্স যোদ্ধা। দেশের মোট জিডিপির একটি বড় অংশ রেমিট্যান্স থেকে আয় হয়। তাই প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত। বহির্বিশ্বে প্রবাসীরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। তাই বিদেশে যাওয়ার আগে যথাযথ দক্ষ হয়ে যেতে হবে। দক্ষ প্রবাসী বিদেশে আমাদের বাংলাদেশের নাম অক্ষুণ্ন রাখবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কোরিয়া ফেরত তাজিয়া রহমান এবং ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনা জাহান খুশবু। ইসলামি ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম ও বিদেশ ফেরত প্রবাসীরা এতে অংশ নেন।