বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সাতক্ষীরা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কলারোয়া উপজেলার জোনাকি সিনেমা  হলের সামনে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন জন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন (৫০) সাতক্ষীরার সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার বিকেলে গরু বোঝাই একটি আলম সাধু (ইঞ্জিন চালিত পিকআপ ভ্যান) কলারোয়া উপজেলার জোনাকি হলের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে আলম সাধুর চালক আশরাফ ও তার তিন সহযোগী আহত হন। তাদের মধ্যে আশরাফ গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার এসআই সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।