বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩

যশোরে নকল সার তৈরির কারখানা সিলগালা

গতকাল বুধবার কৃষি অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে নরেন্দ্রপুর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করা হয়। ছবি : বাসস

যশোর, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মাঠ-পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার উদ্ধার ও কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। সার তৈরির কারখানাটিও সিলগালা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে কৃষি অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরেন্দ্রপুর গ্রামের অবৈধ সার ফ্যাক্টরিটিতে অভিযান চালানো হয়। ফ্যাক্টরিটিতে সিমেন্ট, চুন, সাদা পাথরের গুড়া ও মাটি দিয়ে নকল সার তৈরি করে তা বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের প্যাকেটে বাজারজাত করা হচ্ছিল।

তিনি বলেন, এসব নকল সার কিনে কৃষকরা যেমন প্রতারিত হচ্ছিলেন, তেমনি নষ্ট হচ্ছিল জমির উর্বরতা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘অবৈধ সার কারখানাটির মালিক ইকরামুলকে দুইটি ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে সেখান থেকে উদ্ধার হওয়া প্যাকেটজাত নকল সার ও নকল সার তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। নকল সার তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।’