বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৭

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত

ছবি: বাসস

রাঙামাটি, ১৬ ডিসেম্বর, ২০২৫(বাসস) : যথাযোগ্য মর্যাদায় জেলায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রাঙামাটিতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করেন, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশারাফী। 

পরে রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব, বীর মুক্তিযোদ্ধা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

সকাল সাড়ে ৭টায় শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ-এর স্মৃতি সমাধিস্থলে বিজিবি সেক্টর কমান্ডার ও রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

সকাল ৯টায় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। 

এছাড়াও দিনব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। রাঙামাটি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।