শিরোনাম

বান্দরবান, ১৫ ডিসম্বের, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবসকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা।
আজ সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এ আয়োজন করে।
মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের বিজয় মেলায় চারু ও কারুশিল্পের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত নানাবিধ শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের অংশগ্রহণে প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে মেলাটি সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।
আগামী ১৭ ডিসেম্বর বিকেলে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা স্টল নির্বাচনের মাধ্যমে বিজয়ী স্টল মালিকদের পুরস্কার বিতরণ করা হবে। এর মধ্য দিয়েই এবারের তিন দিনব্যাপী বিজয় মেলার পর্দা নামবে।