শিরোনাম

বরিশাল, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে আজ বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্তরে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, পতিত সরকার দেশকে শেষ করে দিয়ে পালিয়েছে। তাদের দোসররা বিভিন্ন যায়গায় অবস্থান করছে। খালেদা জিয়া রাজপথে আন্দোলন করে প্রধানমন্ত্রী হয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। গণতন্ত্রের সাদ দেশের মানুষকে উপহার দিতে চাই। আর এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
দোয়া মোনাজাতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ মহানগর শ্রমিক দলের আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল হক ফরাজী সহ নেতাকর্মীরা।