বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:১৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

চুয়াডাঙ্গা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার জীবননগর উপজেলায় আজ ট্রলির ধাক্কায় সামিয়া আক্তার (৫) নামের একটি শিশু নিহত হয়েছে। 

আজ সোমবার বেলা ১২ টার দিকে জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু সামিয়া আক্তার জেলার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সামিয়া আক্তার সোমবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে দৌঁড়ে সড়ক পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রলির সাথে ধাক্কা লেগে শিশু সামিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শিশু সামিয়া আক্তারকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।