বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:১৪

বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ছবি : বাসস

বাগেরহাট, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সমাজকে ভালো রাখা, আইনশৃঙ্খলা ভালো রাখাই আমাদের কাজ। পুলিশ ও সাংবাদিক আমাদের এই একটাই গোল বলে মন্তব্য করেছেন বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

আজ সোমবার বিকেল ৩টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার  মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহা. শামিম আহমেদ, সদর থানা পুলিশের নবাগত ওসি মাছুম হোসেন, ডিআইওয়ান গাজী আলাউদ্দিন, ওসি ডিএসবি মাছুম বিল্লাহ উপস্থিত ছিলেন।