শিরোনাম

মাগুরা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার দুই সংসদীয় আসন—মাগুরা-১ ও মাগুরা-২ এ মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদিন মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক এম বি বাকের।
অন্যদিকে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই সময়ে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুতিবুল্লাহ হোসেন কুটি মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন।