বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০

বরিশালে ভ্যাট সপ্তাহ উপলক্ষে ব্যবসায়ী সুধী সমাবেশ

আজ বরিশালে ভ্যাট সপ্তাহ উপলক্ষে ব্যবসায়ী সুধী সমাবেশ। ছবি : বাসস

বরিশাল, ১৫ ডিসেম্বর ২০২৫ (বাসস): ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো বরিশালেও ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের কনফারেন্স হলে ব্যবসায়ী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার যুগ্ম-কমিশনার মো. শাহীনূর কবীর পাভেল।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশালের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন ও পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার শরীফ ফারুক আহমেদ খান। 

এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।