বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২

বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা

ছবি : বাসস

বগুড়া, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মো. কুদরত-ই-জাহান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফেরাত কামনা করছি। সেইসঙ্গে যাদের ত্যাগ ও জীবন দানের মধ্য দিয়ে আমরা স্বাধীন লাল-সবুজের মানচিত্র পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তিনি বলেন, একজন নেতা যিনি রাস্তা জানেন, চেনেন এবং মানুষকে রাস্তা দেখান, এমন নেতা তৈরি হয়েছিল স্বাধীনতার আগে। এই রকম সম্ভবনা আমরা স্বাধীনতার পরেও পেয়েছি। স্বাধীনতার ঘোষণার সঙ্গে সঙ্গে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাস্তা জানতেন, চিন্তেন, রাস্তা দেখাতে শুরু করেছিলেন। কিন্তু আমরা শুরুতেই তাকে হারিয়ে ফেলেছি। ভরিষ্যতে বাংলাদেশ গড়তে ভিশনারি নেতা লাগবে। ভিশনারি সেই নেতা আমাদের মধ্যে দ্রুতই আসবে। 

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সাজ্জাদ আলী সন্তোষ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রহিম বগড়া, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াদুদ, সাইফুল  ইসলাম, মোমিনুর রশিদ শাইন, সেলিম রেজা, সুমন সরদার, রায়হান রানা, শাহাদত শাইন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, শফিকুল ইসলাম শফিক, আব্দুস সালাম, শামীম আহমেদ, ফেরদৌসুর রহমান, ইসমত জাহান মনি, মামুনুর রশিদ মামুন, আল-আমিন, শাহ আলম শেখ মুক্তার, গোলজার হোসেন মিটু, মতিউর রহমান মতি, জিল্লুর রহমান, সেলিম উদ্দিন, রাফুু, সাখাওয়াত হোসাইন জনি, আব্দুল আওয়াল, জুয়েল, লিটন, মোমিন, আইনূর ইসলাম, দুলাল, শুভ, এমদাদ।

সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।