বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

নওগাঁ, ১৫ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার সাপাহার উপজেলায় আজ দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় দছিরণ বিবি (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

আজ সোমবার দুপুরে উপজেলার সাপাহার-নিশ্চিন্তপুর সড়কের আনারপুর বিস্কুট ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দছিরন বিবি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দছিরণ বিবি আনারপুর গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে দুপুরে নিজ বাড়ি ইসলামপুরে ফেরার পথে তিনি আনারপুর বিস্কুট ফ্যাক্টরির নিকটস্থ পাকা রাস্তার ওপর ওঠেন। এ সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস দছিরণ বিবিকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিঁটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ ঘটনার পরপরই স্থানীয়রা দছিরণ বিবিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে, দুর্ঘটনার পর পরই ঘাতক মাইক্রোবাসটি-সহ চালকসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সাপাহার তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিযাধীন।