শিরোনাম

বগুড়া, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়ার গাবতলীতে দুস্থদের মধ্যে গরু ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টার এসব অর্থ সহায়তা করে।
আজ সোমবার উপজেলার নাড়ুয়ামালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০টি বাছুর এবং উপজেলার ২০টি স্কুলের ৯৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের চেয়ারম্যান ইউ সুং জু এবং সংগঠনের বাংলাদেশের পরিচালক মাহবুবুর রহমান ছোটন ও ব্যবসায়ী আলাল উদ্দীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদুর রহমান বাপ্পি। এ সময় আরও উপস্থিত ছিলেন নাড়য়ামালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সম্রাট হোসেন, বুলবুল আহমেদ, জিয়াউর রহমান জেবু, সোহাগ সরকার, রাসেল সরকার, মতিউর রহমান মতিসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।