বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫

সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শুরু 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ১২টি উপজেলার হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। 

জেলায় ১৩৭টি হাওরের ফসল রক্ষায় ২০২৫-২০২৬ অর্থবছরে কাবিটা নীতিমালার আওতায় ১০৩ কোটি টাকা ব্যয়ে হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে।  

আজ সোমবার সকালে সদর উপজেলার কালনার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

এ সময় জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাশসক (সার্বিক) আয়শা আক্তার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়াও, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, জেলা মনিটরিং কমিটির সদস্য মুহাম্মদ আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে কাবিটা প্রকল্পের আওতায় ১০৩ কোটি টাকা ব্যয়ে জেলার ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ সোমবার উদ্বোধন হয়েছে, যা ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে করা হবে।