বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

সুনামগঞ্জে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা

সুনামগঞ্জ, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় ও সদর উপজেলা প্রশাসন আজ সোমবার দুপুরে উপজেলার বুড়িস্থলে এই অভিযান পরিচালনা করে।  

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিত্য পাল। 

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করায় মেসার্স এ আর বি ব্রিকস ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসঙ্গে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। 

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ। 

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।