বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

রাউজানে ৩০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে ৩০ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (রাউজান), ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে ৩০ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবু তাহের উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়া এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে।

গতকাল রোববার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু তাহের একসময় জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল। ক্রসফায়ারের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। গত বছরের ৫ আগস্টের পর দেশে ফিরে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকালে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের এমদাদুল হক ওরফে খোকনকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরসহ ১৫ জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে রাউজান থানা পুলিশ ১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে ৩৬৪/৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত) আসামি আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর থেকে আবু তাহের পলাতক ছিলেন।