শিরোনাম

ফেনী, ১৫ ডিসেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ফেনী জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের প্রতিনিধি দিদারুল আলম।
জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কার্যকরী কমিটি নির্বাচনে তারা এক বছরের জন্য নির্বাচিত হলেন। এই কমিটির মেয়াদ ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিটির নির্বাচনি তফসিল অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনে সবকটি পদে একক প্রার্থী থাকায়, নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন শাহাদাত-দিদারের নেতৃত্বাধীন ১৯ সদস্য বিশিষ্ট প্যানেলের প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক স্টার লাইনের মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভির তোফায়েল আহমেদ নিলয় ও জিটিভির জসিম উদ্দিন ফরায়েজী, কোষাধ্যক্ষ দেশ রূপান্তর ও ইউএনবির মো. শফি উল্লাহ রিপন, দপ্তর সম্পাদক সাপ্তাহিক নীহারিকার মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক রুপালি বাংলাদেশের আজিজ আল ফয়সাল, সাহিত্য সম্পাদক আমার সংবাদের মুহাম্মদ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার কাগজের মো. আলাউদ্দিন, ক্রীড়া সম্পাদক সাপ্তাহিক ফেনীর প্রত্যয়ের তানজিদ উদ্দিন শুভ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আজকের দর্পণের হাবীব উল্যাহ মিয়াজী।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন সাপ্তাহিক ফেনীর আলোর শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর আরিফুল আমিন রিজভী, দৈনিক নয়া পয়গামের এনামুল হক পাটোয়ারী, দৈনিক যুগান্তরের যতন মজুমদার, দৈনিক ফেনীর সময়ের আলী হায়দার মানিক, দৈনিক ইনকিলাবের মো. ওমর ফারুক ও দৈনিক বণিক বার্তা ও ঢাকা মেইল-এর নুর উল্যাহ কায়সার।