বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫

নড়াইলে মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নড়াইল, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আগামীকাল জেলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হবে। সকালে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হবে। 

কর্মসূচির মধ্যে আরো যা রয়েছে, সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ। এরপর বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্লস গাইড ও শিশু-কিশোর সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শিত হবে। বেলা সাড়ে ১১টায় শিশুস্বর্গে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বাদ যোহর বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। সরকারি হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবারে দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম নড়াইল পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমন্বয়ে আড়ম্বরপূর্ণ বিজয়মেলা অনুষ্ঠিত হবে।‎‎