শিরোনাম

রংপুর, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার লালবাগের বালাপাড়া ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিদ্যুতের একটি টাওয়ারের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলোনির পেছনে অবস্থিত উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় হঠাৎ করে একটি বিস্ফোরণের মতো আওয়াজ শোনা যায়। ঘটনার প্রায় ৩০ মিনিট পর এলাকাবাসী টাওয়ারের কাছে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন। লাশটির শরীরের প্রায় অর্ধেক অংশ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারণা, নিহত যুবকটি টাওয়ারের ওপর উঠেছিল। টাওয়ারের কাছে থাকা ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের কাছাকাছি চলে গেলে বিদ্যুতের আকর্ষণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরই বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং তিনি গুরুতরভাবে দগ্ধ হন।
ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত যুবকের নাম নীরব। তার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে। তবে তিনি কী কারণে টাওয়ারে উঠেছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানায়, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।