শিরোনাম

নাটোর, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাটোর প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে শহীদ বুদ্ধিজীবী দিবসে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব। নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূন্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সাংবাদিকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেছে। বিশ্বে স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করেছে।
তারা বলেন, আত্মোপলব্ধির এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের উত্তরাধিকারী হিসেবে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে । জাতীয় স্বার্থ রক্ষায় দেশ ও দেশের মানুষের কল্যাণ ঐক্যবদ্ধ থাকতে হবে ।
আলোচনা সভার শুরুতে শহীদ সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ তৌহিদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সদস্য সচিব ডা. আবুল কালাম আজাদ।