বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৫

গাইবান্ধায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার চশোকপাড়া এলাকায় পুকুরে ডুবে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জোবায়ের হাসান ওই এলাকার আবুল কালাম আজাদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জোবায়ের বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটির খোঁজ শুরু করলে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।