বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬

পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

পিরোজপুর, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার নাজিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রতন মজুমদার (৫০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।

পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন মজুমদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতন মাটিভাংগা বাজারে ধান বিক্রি করে নসিমন চালিয়ে নাজিরপুর হয়ে তার জুজখোলার বাড়িতে ফিরছিলেন। পথে ডাকাতিয়ায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তার নসিমনকে ধাক্কা দিলে রতন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

‎নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনায় দায়ী গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।