শিরোনাম

নওগাঁ, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় সদর উপজেলায় আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন, আলোচনাসভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৬টায় সদর উপজেলার ধামকুড়ি গ্রামের বধ্যভূমিতে নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক নির্মিত শহীদ স্মৃতি সৌধ চত্বরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম এবং হত্যাকান্ডের সময় গুলিবিদ্ধ এ্যাডভোকেট সালাহউদ্দিন মিন্টু প্রমুখ।
হত্যাকাণ্ডের সময় আহত এ্যাড. সালাহউদ্দিন মিন্টু বলেন, ১৯৭১ সালের ২২ এপ্রিল পাকিস্তানী সেনারা ট্রেনযোগে সান্তাহার এসে নামে। ঐ দিনই ধামকুড়ি গ্রামে একজন পুলিশ অফিসারসহ ৮ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এলাকা জনশুন্য হওয়ার কারনে দিনের পর দিন লাশগুলো সেখানে পড়ে থাকে।শেয়ালে লাশগুলো খেয়ে ফেলে। কমপক্ষে ১৫ দিন পর গ্রামবাসী হাড় হাড্ডি জড়ো করে মাটিতে পুঁতে রাখেন।
বক্তারা জানান, পাকিস্তানী বাহিনীর গুলিতে শহীদরা হলেন- পুলিশ ইন্সপেক্টর শহীদ শামসুদ্দিন সরদার, শহীদ নূরুল ইসলাম, শহীদ আব্দুস সামাদ, শহীদ একেএম আমিনুল ইসলাম দুলাল, শহীদ একেএম এহসানুল ইসলাম মোন্না, স্যানিটারী ইন্সপেক্টর শহীদ ইব্রাহীম হোসেন খন্দকার, শহীদ সাহেব পালোয়ান এবং শহীদ কছির উদ্দিন প্রামানিক।