বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৫

বান্দরবানে অবৈধ ইটভাটা উচ্ছেদ, দুইলাখ টাকা জরিমানা 

বান্দরবান, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার থানচি উপজেলায় আজ পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ইটভাটাটিকে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে থানচি উপজেলার মগকসে ঝিড়ি এলাকায় অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।

অভিযানকালে ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের পানি ব্যবহার করে চুল্লি সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে ‘মেসার্স এসবিএম ব্রিকস’ নামে ইটভাটাটি পরিবেশগত ছাড়পত্র ও সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত হয়ে আসছিল। এর ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয় এবং ঝিরির স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।  

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।