বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫১

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

খাগড়াছড়িতে আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা। ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি পৌর প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার কবির।

মুক্ত আলোচনা সভায় ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যা যজ্ঞের বর্ণনা তুলে ধরেন। স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রামগড় কোম্পানি কমান্ডার ১নম্বর সেক্টর এর দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা খাগড়াছড়ি জেলা ইউনিট কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এ সময় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।