বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭

শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় বিএনপির আলোচনা সভা

ছবি : বাসস

বগুড়া, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বিকেলে নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. একেএম সাইফুল ইসলাম, ডা. মামুনুর রশিদ মিঠু, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

এছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, এড. লাইলা আনজুমান শাহজাদী, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মালেক, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে ১৪ ডিসেম্বর গভীর রাতে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তিরা। দেশ স্বাধীনের পর নতুন বাংলাদেশকে মেধাশূন্য করতে পাক বাহিনীরা বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যশোর ক্যান্টমেন্টের পতন ঘটে। সেই সময় তারা বুঝে গিয়েছিলেন বাংলাদেশের বিজয় অতি সন্নিকটে।